র‌্যাবের অভিযানে যশোর শহর থেকে জুয়ার টাকা তাসসহ ৮ জুয়াড়ী গ্রেফতার

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল যশোর শহরের আরএনরোডের পিকআপ ষ্ট্যান্ডের মধ্যে খোলা জায়গায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে নগদ টাকা ও ১২ সেট তাসসহ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে জাহাঙ্গীর,সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত মোকাম মোল্লার ছেলে ফরিদ,শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের মৃত মকবুল হোসেনের ছেলে বাদশা,আশ্রম মোড়ের মৃত একাব্বর গাজীর ছেলে আজিজ, ষষ্টিতলার মৃত শান্তিরাম সরকারের ছেলে বিকাশ সরকার, বেজপাড়ার আব্দুল আজিজের ছেলে সহিদ খাঁন,বারান্দীপাড়ার মৃত শেখ রুস্তমের ছেলে ছোটন ও কেশবপুর উপজেলার শাহজাহান মোল্লার ছেলে আব্দুল লতিফ।

র‌্যার-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার ৪ জানুয়ারী রাত ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের উক্ত স্থানে র‌্যাবের একটি চৌকসদল অভিযান চালায়।

এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে উক্ত ৮ জনকে গ্রেফতার করে। জুয়ার আসর থেকে ১২ সেট তাস জুয়া খেলার নগদ ৩২ হাজার ৩শ’ ২০ টাকা উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে জুয়া আইনে মামলা রুজু করে।