গোপালপুর পৌরসভার নির্বাচন হবে অবাধ সুুষ্ঠু ও নিরপেক্ষ

নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ পিএএ বলেছেন, ‘আগামী গোপালপুর পৌরসভার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো অবস্থাতেই পৌর নির্বাচনকে প্রভাবিত হতে দেওয়া হবে না। প্রশাসন পেশিমুক্ত অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য একটি নির্বাচন প্রার্থীদের উপহার দেবে।

সোমবার (০৪জানুয়ারি) বিকেল ৩টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে গোপালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভায় এই সকল কথা বলেন তিনি। জেলা প্রশাসক শাহরিয়াজ প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।

সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার, নাটোর জেলা নির্বাচন অফিসার আছলম, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর থানার ওসি সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব। এসময় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীর উপস্থিত ছিলেন

জানুয়ারী, ০৪, ২০২১ at ১৯:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআরটি/এমআরএইস