ঘোড়াঘাটে নতুন বইয়ের সাথে মাস্ক উপহার

মুজিব বর্ষে নতুন বছরের নতুন বই বিতরণের সময় বই নিতে আসা অভিভাবকদের বইয়ের সাথে মাস্ক উপহার দেয়া হয়েছে । ৪ জানুয়ারি সোমবার দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ বিদ্যালয় শাখার ৮ম শ্রেণীর বই বিতরণের সময় বই নিতে আসা মাস্ক বিহীন অভিভাবকদের নতুন বইয়ের সাথে মাস্ক উপহার দেয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত নিজ উদ্যোগে বইয়ের সাথে মাস্ক উপহার দেন।

রানীগঞ্জ সরকরি এন্ড কলেজের সভাপতি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম বলেন, করোনার কারনে এবার বই উৎসব বড় পরিসরে হচ্ছে না। এক দিনে সব শিক্ষার্থীকে ডাকা হয়নি। শ্রেণী অনুসারে বই বিতরণ করা হচ্ছে। ১২ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার বলেন,উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদরাসায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে বই বিতরণ করা হচ্ছে।

জানুয়ারী, ০৪, ২০২১ at ১৬:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউএএম/এমআরএইস