পাইকগাছা পৌরসভা নির্বাচন; মনোনয়ন যাচাই-বাচাই সম্পন্ন

খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই কালে সাধারন কাউন্সিলর পদে ৩টি মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রোববার বেলা সাড়ে ১১টা থেকে বাচাই কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৩ টি মেয়র পদসহ ৪৯ টি মনোনয়ন পত্র বাচাই করা হয়।

বাচাই কালে ১ নং ওয়ার্ডের গাজী বজলুর রহমান হলফ নামায় স্বাক্ষর না করায়, ৬নং ওয়ার্ডের সেলিম রেজা লাকী ও ৪ নং ওয়ার্ডের বাবুরাম মন্ডল ঋন খেলাপি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ। এব্যাপারে বাতিল হওয়া প্রার্থীরা জানান তারা এ ব্যাপারে আপিল করবেন।

পৌরসভা নির্বাচনে ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ জানান। এর মধ্যে মেয়র পদে ৩ টি সংরক্ষিত কাউন্সিলর পদে ১২টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ টি মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। আগামী ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য্য রয়েছে। এবং আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানুয়ারী, ০৩, ২০২১ at ২০:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আইএইস/এমজেইউ