শিবগঞ্জ জাতীয় সমাজ সেবা দিবস পালন

“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রয়োজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। শনিবার উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, দারিদ্রবিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রোগ্রাম অফিসার বিল্লাল হোসেন, এনজিও প্রতিনিধি শিবগঞ্জ সোসাল ডিভেল্পমেন্ট অর্গানাইজেশন শিবগঞ্জ এর নির্বাহী পরিচালক সিজু আহম্মেদ, প্রতিবন্ধী প্রতিনিধি কোহিনুর ইসলাম, হিজরা প্রতিনিধি মাসুম ইসলাম মিন্টু ওরফে মুক্তা প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, সমাজ সেবা কার্যালয় শিবগঞ্জের আওতায় সামাজিক নিরাপত্ত মূলক কর্মসূচির মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বয়স্ত ভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহিতা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, হিজড়া. বয়স্ক/ বিশেষ ভাতা অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক বিশেষ ভাতা, এছাড়া ও প্রতিবন্ধী শিক্ষা উপ-বৃত্তির মাধ্যমে প্রাথমিক স্তরে ১ম থেকে ৫ম শ্রেণি মাধ্যমিক স্তরে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দাদশ শ্রেণি, উচ্চ স্তর  স্নাতকোত্তর উপবৃত্তি ছাড়াও হিজড়া শিক্ষা উবৃত্তির মাধ্যমে প্রাথমিক থেকে  (স্নাতকোত্তর) হিজড়া শিক্ষা উপবৃত্তি সহ সমাজের বিভিন্ন স্তরের অসহায় দরিদ্র ব্যক্তিদের সহায়তা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে। বর্তমান সরকার অসহায় জনগোষ্ঠির ও মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এতিম অসহায় শিশুদের এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সেবা করার জন্য সমাজ সেবা কার্যালয় কে বিভিন্ন সাহায্য মূলক কর্মকান্ডে জড়িত করেছেন।

জানুয়ারি, ০২, ২০২১ at ১৫:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এমআরএইস