শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশের পল্লী বাংলার প্রাণ প্রিয় নেতা পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১৯৮৬ সালের ১লা জানুয়ারী জাতীয় পার্টি দলটি প্রতিষ্ঠা করেন। ১লা জানুয়ারী শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তার হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।

কেক কর্তনের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদস্য এমপি পুত্র হুসাইন শরিফ সঞ্চয়। কেক কর্তন শেষে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশার সভাপতিত্বে ও শিবগঞ্জ সদর ইউনিয়নের জাপা’র সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য শাহিনূর ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, জাতীয় পার্টি নেতা শ্যামল বাবু, আব্দুল মোত্তালেব, নজরুল ইসলাম বাসু, মাহবুবুর রহমান, বাবু সরকার, যুব সংহতি নেতা শেখ ফজলুল বারী, মকবুল ফকির, ছাত্র সমাজ নেতা গোলাম মোস্তফা, খোকন, সাব্বির হোসেন প্রমুখ।

জানুয়ারি, ০১, ২০২১ at ২২:১৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস