ঘোড়াঘাটে ১০৮ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের নতুন বই বিতরণ

মুজিব বর্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে আনন্দ ঘন উৎসব মুখোর পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঘোড়াঘাট উপজেলার ১০৮ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২১ ইং শুক্রবার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়, ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই মন্ডল বিভিন্ন বিদ্যালয়ের বই বিতরণ পরিদর্শন ও বই বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার বলেন, করোনাভাইরাসের কারেণ নতুন বছরের অতিদ্রুত সময়ের মধ্যে নতুন বই প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দেয়ার কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এ কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ১২ দিনের মধ্যে বই বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। ৮০ ভাগ বই বিদ্যালয়ে পৌঁছাননো হয়েছে। অবশিষ্ট ২০ ভাগ বই পর্বর্তেিত পৌছে দেয়া হবে।

জানুয়ারি, ০১, ২০২১ at ২১:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএএম/এমআরএইস