পটুয়াখালীর কুয়াকাটায় আগামীকাল অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন

আগামীকাল অনুষ্ঠিত হবে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ৮১২২ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এ পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন উপলক্ষে গতকাল দিনব্যাপী মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতকাল রাত বারোটা থেকেই সকল ধরনের প্রচার প্রচারনা বন্ধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এছাড়া অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষে ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় পর্যবেক্ষক ও দর্শনার্থীদের কাছে কুয়াকাটার হোটেল মোটেলের কক্ষ বরাদ্ধ না দেয়ার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন। ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

ডিসেম্বর, ২৭, ২০২০ at ১৬:৫০:২২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এমআরএইস