মরহুম আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ, বার বার নির্বাচিত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য, সাবেক বস্ত্রপ্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এর প্রথম নামাজে জানাজা শুক্রবার দশমিনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার নিজ বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামে তৃতীয় নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারী পটুয়াখালীর গলাচিপায় জন্মগ্রহন করেন। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) থেকে এমপি নির্বাচিত হন। তিনি ১৯৯৮ সালে শেখ হাসিনার প্রথম মন্ত্রীসভার বস্ত্রপ্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে আত্মীয়স্বজনসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে গলাচিপা ও দশমিনায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিসেম্বর, ২৫, ২০২০ at ১৫:০৫:১০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এমজেইউ