তাহিরপুরে মাস্ক ব্যাবহার নিশ্চিতে এসিল্যান্ডের অভিযান

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রতিদিনই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ।

মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা সহ মাস্ক কিনতে বাধ্য করা প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকেলেও উপজেলার সদর বাজারে এ অভিযান চলে। জরিমানার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিনামূল্যেও মাস্ক বিতরণ করছেন তিনি।

জানাগেছে মাস্ক পরিধান নিশ্চিতে সহকারী কমিশনারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যাবহারের জন্য জনগণকে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে মাস্ক কেনার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দ আমজাদ হোসেন বলেন,করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও চলমান রয়েছে।