খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা, অভিযোগ ভাস্কর্য ভাঙচুরে হুকুম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হুকুমদাতা হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মানুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকে মূল আসামি করা হয়েছে।

আরও পড়ুন
কমিউনিটি এ্যাম্বুলেন্স বিকল লালপুরে চিকিৎসাসেবা বঞ্চিত কয়েক হাজার সাধারণ মানুষ
বাঘারপাড়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাসহ অন্তত ২৫ জন আটক

আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি এ বি সিদ্দিকী মামলাটি দায়ের করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটির আদেশ পরে দেবেন বলে জানান বিচারক। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজধানীর তোফখানা রোডে অবস্থিত বিএমএ ভবন মিলনায়তনে বাংলাদেশ হেফাজতে ইসলামের একটি আলোচনাসভায় সংগঠনের যুগ্ম মহাসচিব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে কোনো ধরনের ভাস্কর্য থাকবে না এবং জাতির পিতার ভাস্কর্য করতে দেওয়া হবে না।

 

ডিসেম্বর, ০৯, ২০২০ at ১৮:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআই/এমআরআই