ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নাজির উদ্দীন (৩০) ও রবিউল ইসলাম (২০) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দীন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে ও রবিউল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেলে।

আরও পড়ুন
যমুনার চরাঞ্চলে সুইসুতায় নকশী কাঁথা তৈরীর ধুম
সিরাজগঞ্জে কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর

ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার করছিল।

এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়ে। এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে আহত রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেয়ার পথে তার মৃত্যু হয়; অপরদিকে নাজির উদ্দীনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হরিপুর থানার ওসি আরঙ্গ জেব।

ডিসেম্বর, ০৮, ২০২০ at ১৯:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএ/এমআরআই