বাঁকড়ায় নবদিগন্ত কওমী এডাস স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় নবদিগন্ত কওমী এডাস স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম হোসেন নিজস্ব অর্থায়নে এ প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার বিকালে নবদিগন্ত কওমী এডাস স্কুলের বাঁকড়া বাজারস্থ রায়পটন মৌজার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষক নবিছদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

আরও পড়ুন
পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাংবাদিক আবুল কাশেম, আব্দুস সামাদ খান, বিএম রিকাব হোসেন, মাস্টার হেলালউদ্দীন খান, প্রতিষ্ঠাতা ও পরিচালক ইব্রাহিম হোসেন, মাস্টার মশিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ, তোফাজ্জেল হোসেন, আব্দুস সামাদ, আবু বক্কর ছিদ্দিক শানা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক আলমগীর হোসেন ও প্রভাষক রাসেল খান।

ডিসেম্বর, ০৪, ২০২০ at ১৯:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমআরআই