করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ১৫ লাখ ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছুঁতে আর দেরি নেই। ইতিমধ্যে মারা গেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৩৪৩ জন। শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৮ লাখ ৪২ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা সাড়ে চার ৪ কোটির কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১২ হাজার ৩৭৬ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৪ হাজারের বেশি।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি ৪৩ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮০ হাজারের কাছাকাছি লোক।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৯৫ লাখ ৩৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন।

ডিসেম্বর ০৩, ২০২০ at ১১:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর