পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে পাচঁদিন ব্যাপি রাস উৎসব

পটুয়াখালীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল রাত বারোটা এক মিনিটে অধিবাসের মধ্য দিয়ে সতেরো জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরও পড়ুন
কোটচাঁদপুরে ১১দিনের ব্যবধানে প্রাণ গেল দুই প্রসূতি মায়ের মাকে খুঁজে ফিরছেন দুই নবজাতক
‘মনস্ট্রাস’ গ্যালাক্সি এম৫১ ডিভাইসের প্রি- অর্ডার শুরু

এসময় শঙ্খ,উলুধ্বনি এবং নাম কৃর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে রবিবার দুপুর ১ টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে পরদিন সোমবার বিকাল ৩টা পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্নিমার এ তিথিতে ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নান করবে সনাতনীরা। ইতিমধ্যে কুয়াকাটায় পূন্যার্থীদের ভীর জমতে শুরু করেছে।

তবে করোনা ভাইরাসের কারনে এবার হচ্ছেনা মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব চলবে ৫ দিন। দর্শনার্থী, পূন্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।