বাবরের বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ

ফরম্যাট যেটাই হোক, নিয়মিত রান করে যাওয়ায়ই বাবর আজমের কাজ। ম্যাচ জেতানো ইনিংস খেলে মাঝে মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। এবার ভালো খেলে নয়, এক নারীর পক্ষ থেকে করা প্রতারণার অভিযোগে খবরের শিরোনামে আসলেন পাকিস্তান অধিনায়ক।

মসজিদকুঁড় মসজিদটি হতে পারে খুলনার দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান

অভিযোগকারী ওই নারীর নাম হামিজা মুখতার। তার দাবি, তিনি বাবরের ছোটবেলার বন্ধু। থাকতেন খুব কাছাকাছি। সেই সুবাধে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পাক ব্যাটসম্যান ২০১০ সালে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এমনকি বিভিন্ন সময় হামিজা তার জন্য টাকা-পয়সাও খরচ করেন।

যশোর আইনজীবী সমিতির সভাপতি ফরিদ সম্পাদক শাহীন

ঘটনা মোড় নেয় ২০১২ সাল থেকে। সেবার পাকিস্তান যুবদলের নেতৃত্ব দেন বাবর। এরপর থেকেই নিজের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যেতে থাকেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। সংবাদ সম্মেলনে হামিজা বলেন, ‘বাবর আজম তারকা হওয়ার আগে আমার সাথে সম্পর্ক করে। যেটা দশ বছর চলমান থাকে। এই সময়কালে সে আমাকে অনেক শোষণ করেছে।’

নভেম্বর, ২৯, ২০২০ at ১৮:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআই