আত্রাইয়ে ২ সপ্তাহের মধ্যে বাজারে আসবে নতুন আলু

দেশের শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। এ জেলায় উৎপাদিত ধান, গম, ভুট্টা, আম-সহ অন্যান্য ফসল জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। নওগাঁ জেলার শস্যের উপজেলার মধ্য আত্রাই অন্যতম। এ উপজেলায় বন্যার পানি নামা শেষ হতেই সেই জমিতে কৃষকরা আলু আবাদ শুরু করেন। চলতি বছর এ উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতেই এবার আগাম জাতের আলু রোপন করা হয়। ফলে খুব শিগগিরই নতুন আলু বাজারে আসবে বলে উপজেলা কৃষি অফিস আশ্বস্ত করেছে।
আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্রে জানাযায়, চলতি বছর এউপজেলায় ১ হাজার ৫শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর প্রথম থেকে উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক আগাম জাতের আলু রোপন করেছেন। মূলত ‍দুই মাস পর মাঠ থেকে আলু তোলা হয়। নতুন জাতের আলুর চাহিদা থাকায় এ সময়ে অল্প পরিমাণে আলু তোলা হয়ে থাকে।
তবে নতুন আলু বাজারে বিক্রি করলে কৃষকরা প্রথম দিকে একটু লাভবান হন। বাজারে নতুন আলু উঠলে পুরাতন আলুর দাম কিছুটা কমবে বলেও জানান তিনি।
চলতি বছর প্রতিকূল আবহাওয়ার কারণে বৃষ্টি ও জলবদ্ধতা থাকায় আলু চাষ ২ সপ্তাহ পিছিয়ে যায়। ফলে এবার একটু দেরিতে আগাম জাতের আলু বাজারে আসবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। দাম বেশি পাওয়ার আশায় আগাম জাতের আলু আবাদ করেছেন চাষিরা। চাষিদের আশা আগামী ১৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে আসবে। ক্রেতারা নতুন আলু সানন্দে বাজার থেকে ক্রয় করতে পারবেন।
আত্রাই উপজেলার রায়পুর ও জাতপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান ও সোলায়মান আলী জানান, গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বাজারে আলুর দাম কম থাকায় অধিকাংশ কৃষক লাভের মুখ দেখেননি। তবে এবছর বাজারে পুরাতন আলুর দাম বেশি। তাই সে আশায় বুক বেধে আলু চাষ করছেন তারা। আগাম আলুর বীজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হয়েছে। আগাম আলুর দাম ভালো পেলে গত বছরের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা কৃষকদের।
আত্রাই উপজেলার কয়েকজন কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম জাতের আলুর গাছে কোনো ধরনের রোগ বালাই এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে এবার আলুর ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশি জাতের হলেন,লালঠি ও কাঠি নাল আলু আগাম বাজারে আসবে।
এ ছাড়া আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তারা আলু চাষিদের নানা পরামর্শ দিয়ে আলুর বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছেন।

নভেম্বর, ২৯, ২০২০ at ১১:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর/এমআরআই