যশোর আইনজীবী সমিতির সভাপতি ফরিদ সম্পাদক শাহীন

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের ভরাডুবি হয়েছে। ১৫টি পদের মধ্যে মাত্র দুটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। বাকী ১৩টি পদে মহাজোট ও বাম দলের অনুসারী নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রার্থী কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট ও  সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার। এর আগে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টাকা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৪৭৪ জন ভোটারের মধ্যে ৪৬৩জন ভোটাধিকার প্রয়োগ করেন।

রাতে প্রকাশিত ফলাফলে জানা যায়, সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত গাজী আব্দুল কাদির ভোট পেয়েছেন ১৫৪টি। সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এম এ গফুর পেয়েছেন ১৭০ ভোট।  সহ-সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, ১৯২ ভোট জিএম আবু মুসা, যুগ্ম সম্পাদক পদে ২৩৮ ভোট পেয়ে আবুল কায়েস, সহকারী সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুইট ও ২১২ ভোট পেয়ে নাসির উদ্দিন এবং ২৩৪ ভোট পেয়ে নুরুজ্জামান খান গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ২৫৯ ভোট পেয়ে রেজাউর রহমান, ২৪৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মাসুদ, ২৪৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৪৩ ভোট পেয়ে আরিফ শাহরিয়ার ও ২১০ ভোট পেয়ে নবকুমার কুন্ডু নির্বাচতি হয়েছেন। এ ভোটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন গ্রন্থাগার সম্পাদক পদে এবং অপরজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।