গাইবান্ধায় সেচ পাম্পের সুইচ দিতেগিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ১ জনের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের মীরের বাগান গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মৃত আব্দুল হামিদের ছেলে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে নিজ সেচ পাম্পের সুইচ দিতেগিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক সেচ মাম্পের সুইচ দিতে যান মতিন। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। পরে তাকে খোজার জন্য তার স্ত্রী সেখানে গেলে স্বামীকে সেচ মাম্প ঘরে পরে থাকতে দেখেন।

আরও পড়ুন:
কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পটুয়াখালীতে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধনের অপেক্ষায়
সবার জন্য করোনা ভ্যাকসিন

পরে তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে মতিনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এলাবাসির ধারণা সেচ মাম্পের সুইচ দিতেগিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নভেম্বর, ২৮, ২০২০ at ১৬:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমআরআই