মাদকসেবীদের দৌরাত্ম ঘোড়াঘাটে চুরি বেড়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক ব্যবসার প্রসারসহ মাদকসেবীর সংখ্যা বেড়েগেছে। ফলে মাদকসেবীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। মাদকসেবীদের মধ্যে স্কুল কলেজের ছাত্র ও উঠতি বয়সের যুবকরা নেশার সাথে জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসায়ীরা প্রথমে
বিনামুল্যে মাদক সরবরাহ কওে যুবকদের নেশায় আকৃষ্ট করে। পরবর্তীতে পুুরোপুরি নেশা গ্রস্থ হয়ে পড়ে। তারা নেশার টাকা জোগান দিতে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এ কারণে দোকান,বাসা বাড়িতে চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিরাতে কোন না কোন বাসা বাড়িতে ও দোকানে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।সংঘবদ্ধ চোরদল দোকানের তালা ভেঙ্গে, প্রাচীর টপকে বাড়ি থেকে বাইসাইকেল মোবাইল,হাড়িপাতিল,খাট, আসবাবপত্র ও
স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় জিনিষ পত্র ও বিভিন্ন মালামাল চরি করে নিয়ে যাচ্ছে। এ সব চুরির সাথে ইয়াবা, হেরোইন ও গাঁজাসেবীসহ বিভিন্ন মাদকসেবীরা জড়িত রয়েছে বলে ভুক্তভোগীরা ধারনা করছেন। তারা এ সব নেশা জাতীয় মাদক দ্রব্য
সংগ্রহ করতে এ সব অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। গত ১ সপ্তাহে অন্তত পক্ষে দোকানসহ ৭-৮টি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। রাণীগঞ্জ বাজারের নুরপুর ও দক্ষ্ধিসঢ়;ণ দেবীপুর গ্রামে। গত ১ সপ্তাহ পূর্বে রাণীগঞ্জ বাজারের নুরপুর
গ্রামের জহুরুলের বাড়ির ঘর থেকে একটি এ্যান্ডোরয়েড টাচ মোবাইল,আরিফুলে বাড়ির প্রাচীর টপকিয়ে একটি বাইসাইকেল পানি উত্তোলনে ব্যবহৃত একটি মটর ও ঘর থেকে হাড়িপাতিল,মুহাম্মাদ আলীর বাড়ির প্রাচীর টপকিয়ে একটি বাইসাইকেল,আনিসুরের স-মিলের একটি মটর,কাঠ ফাড়াই কাজে ব্যবহৃত একটি ব্লেড ও একটি বাইসাইকেল,নুরপুর গ্রামের সিরাজুল ইসলাম ঢাকায় ্ধসঢ়;অবস্থান করার কারণে বাড়িতে কেউ না থাকায় তার বাড়ির প্রাচীর টপকিয়ে একটি খাট,আসবাব পত্র, বাইসাইকেল ও হাড়িপাতিলসহ বিভিন্ন মালামাল চরি করে নিয়ে যায়।এ ছাড়াও দক্ষিণ দেবীপুর গ্রামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে দুই লক্ষ টাকা ও ঘরথেকে জিনিষ পত্র চুরি হয়।