কোটচাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধায় উপজেলার তালশার বাজার ও পৌর শহরের মেইন বাসষ্টান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

অভিযানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় ও মাস্ক ব্যবহার না করার দায়ে বিভিন্ন দোকানে ১ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন জানান, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের ওপর ব্যাপক জনসচেতনতা ও প্রচার চালানো হচ্ছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান অব্যহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার জিয়াউর রহমান,অফিস সহকারি সুব্রত বিশ্বাস, মডেল থানার এসআই তৌফিক আনাম, সাংবাদিক মঈন উদ্দীন খান সহ থানা পুলিশের একটি টিম।

২৭ নভেম্বর, ২০২০ at ২১:২৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমআর/এমএআর