কামারজানীতে জেলেদের জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের একটি ঘোড়িয়াল

শুক্রবার ভোরে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ল একটি ঘোড়িয়াল।

স্থানীয়রা জানান, প্রতিরাতের মতো কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার জেলেরা মাছ ধরতে নদীতে যান। সে অনুযায়ী তারা নদীতে জাল ফেলে মাছ ধরা শুরু করেন। এরপর জালে খুব টান অনুভুত হলে তারা ভাবেন জালে বড় মাছ আটকা পড়েছে। পরে সাবধানে জালটি পারে টেনে এনে দেখতে পান মাছ নয় একটি ঘোরিয়াল আটকা পড়েছে জালে।

এমন খবর শুনে স্থানীয় লোকজন সকালে মৎস্য ঘাটে ছুটে যান ঘোড়িয়ালটিকে এক নজর দেখতে। ঘোড়িয়ালটির দৈর্ঘ্য সারে ৫ ফুট এবং প্রস্থ্য দেড় ফুট ও ওজন ২০ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, ঘড়িয়াল মানুষের কোন ক্ষতি করে না। তাই ঘড়িয়ালটিকে ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে।

২৭ নভেম্বর, ২০২০ at ১৪:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমএআর