কোটচাঁদপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপনে মানববন্ধন

“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ী” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নানা শ্রেণী-পেশার নারীদের অংশ গ্রহনে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগীতায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগমের সার্বিক তত্বাবধানে র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা কৃষি অফিসার কৃষিবীধ মহাসীন আলী, মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, ইউ,পি চেযারম্যান নওশের আলী, মিজানুর রহমান, আঃ হান্নান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমূখ।

২৬ নভেম্বর, ২০২০ at ২০:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইচকে/এমএআর