খুলনাকে হারিয়ে রাজশাহীর টানা দুই

বেক্সিমকো ঢাকার পর এবার জেমকন খুলনাকেও হারিয়ে দিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা দুটি বড় দলকে হারিয়ে আসরটি তারা শুরু করল দারুণভাবে।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় খুলনা। তবে ৬ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি দলটি। জবাবে ১৭.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

খুলনার টপ অর্ডার ছিল ব্যর্থ। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে একমাত্র ওপেনার এনামুল হক বিজয় ২৪ বলে ২৬ রান করেছেন। ইমরুল কায়েস (০), সাকিব আল হাসান (১২), মাহমুদউল্লাহ রিয়াদ (৭), জহুরুল ইসলাম (১) ব্যর্থ হন।

শেষে আরিফুল হক ও শামিম হোসেনের ব্যাটে দেড়শ ছোঁয়া স্কোর পায় খুলনা। আরিফুল ৩১ বলে অপরাজিত ৪১ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। শামিম ২৫ বলে ৩৫ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। রাজশাহীর পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন মুকিদুল ইসলাম।

লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে সহজ জয় তুলে নেয় রাজশাহী। শান্ত ৩৪ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন ৬ চার ও ৩ ছক্কায়। এ ছাড়া রনি তালুকদার ২৬, মোহাম্মদ আশরাফুল অপরাজিত ২৫, ফজলে মাহমুদ ২৪ ও নুরুল হাসান সোহান অপরাজিত ১১ রান করেন। খুলনার পক্ষে রিশাদ হোসেন সর্বাধিক ২ উইকেট নিয়েছেন।

মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে ঢাকাকে ২ রানে হারিয়েছিল রাজশাহী। দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী।

২৬ নভেম্বর, ২০২০ at ১৮:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর