রাণীশংকৈলে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে মত বিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৫ নভেম্বর দুপুরে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেকস্ ইপার এর সহযোগীতায় কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে মেয়েদের চাকুরীর সুযোগ সৃস্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সত্ত্বাধিকারী সেলিম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী ,সেরাজুল সাকেলিন। এছাড়াও ভাই বোন ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের সত্ত্বাধিকারী সেলিম রেজা, মেটাল মটরস্ সহকারী মেকানিক, (ইলেকট্রিশিয়ান), আব্দুল মান্নান, তাপস ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের সত্ত্বাধিকারী ,বাদল (ইলেট্রিশিয়ান) প্রমুখ।

মতবিনিময় সভায় সেলিম রেজা ভাই বোন ইঞ্জিনিয়ারিং অটো মোবাইল ট্রেডে ১জনকে চাকুরী প্রদানে আশ্বাস দেন এবং বাদল (ইলেট্রিশিয়ান) ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ প্রাপ্ত ২জন ছেলেকে চাকুরী দেওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের মেনেজার খায়রুল আলম।

২৫ নভেম্বর, ২০২০ at ১৯:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এইচকে/আরএইচ