বঙ্গবন্ধু টি-২০ কাপে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

সফলভাবে বিসিবি প্রেসিডেন্টস কাপ সম্পন্ন হওয়ার পর আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর লড়াই দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে। বাংলাদেশ টেলিভিশন এবং টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। টুর্নামেন্টে ভালো শুরুর দিকে চোখ রাখছেন মুশফিকুর রহিম। অপরদিকে আরেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ভালো ফলাফলের জন্য কোন ছাড় দিতে রাজি নন।

অনেকের ধারণা রাজশাহীর চেয়ে কিছুটা পিছিয়ে মুশফিকের ঢাকা। কারণটি বেশ যুক্তিসঙ্গত হতে পারে। তাদের নাইম শেখ ও সাব্বির রহমান ছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান নেই যারা বড় মঞ্চে ম্যাচ জিততে সক্ষম।

নাইমের সঙ্গে ইনিংস শুরু করবেন তরুণ তানজিদ হাসান তামিম। এরপর ব্যাটিংয়ে আসবেন দুই তরুণ ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও রবিউল ইসলাম রবি। মিডল-অর্ডারে মুশফিকের সঙ্গে দেখা যাবে আকবর আলী ও পিনাক ঘোষকে। লোয়ার-অর্ডারে সাব্বির রহমানের সঙ্গী হতে পারেন শাহাদাত হোসেন দিপু।

ঢাকার বোলিং বিভাগে রুবেল হোসেন ও নাইম হাসান ছাড়া বড় কোন তারকা নেই। পেস বিভাগে রুবেলের সঙ্গী থাকবেন আবু হায়দার রনি, মুক্তার আলি ও মেহেদি হাসান রানা। স্পিনে নাইম হাসানের সাথে থাকবেন নাসুম আহমেদ।

মুশফিকের ঢাকার মত রাজশাহীও তরুণ ক্রিকেটারে ভরপুর। মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, রনি তালুকদার, ফজলে রাব্বি ও আরাফাত সানি ছাড়া কেউই তেমন অভিজ্ঞ নন। তবে টি-২০ ক্রিকেটে এক ওভারই ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। রাজশাহীর অধিনায়ক উড়ন্ত সূচনার ব্যাপারে আত্মবিশ্বাসী।

২৩ নভেম্বর, ২০২০ at ১৩:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিবি/এমএআর