চিনিকল আধুনিকায়নের দাবিতে জয়পুরহাটে শ্রমিক সমাবেশ

লোকসানের কারণে জয়পুরহাটে চিনিকল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিলটির শ্রমিক-কর্মচারীরা।যার পরিপ্রেক্ষিতে চিনিকলটি আধুনিকায়ন করে সচল রাখার দাবিতে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে আখচাষী কল্যাণ সমিতি ও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার,সহ সভাপতি সমলেম হোসেন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকিম মাহমুদ, সদস্য ইলিয়াস বিশ্বাস রিপন, আখচাষী কল্যাণ সমিতি সভাপতি আবু তালেব চৌধুরি বাবু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, জয়পুরহাট জেলার একমাত্র প্রাচীন ও ভারী শিল্পকারখানাটি বন্ধ হলে শুধুমাত্র শ্রমিক-কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং এর সঙ্গে জড়িত কৃষকসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে জেলার আর্থ-সামাজিক ব্যবস্থায় ভীষণভাবে প্রভাব পড়বে। যাতে করে সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট হবে বলে মনে করেন তারা।

২২ নভেম্বর, ২০২০ at ১৭:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেএস/এমএআর