কালীগঞ্জে সরকারীভাবে ধান ও চাল ক্রয় উদ্বোধন

ঝিনাইদহ কালীগঞ্জে চলতি আমন মৌসুমের উৎপাদিত নতুন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ খাদ্য গুদামে এক কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের মাধ্যমে ক্রয় উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

উল্লেখ্য এবার এ উপজেলাতে ৭ শ’ ৯১ মেঃ টন ধান ও ১ হাজার ৬ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। উদ্বোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন সহ গনমাধ্যমের কর্মীগন।

কালীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সরকারীভাবে কালীগঞ্জ পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের তালিকাভূক্ত কৃষক ও রাইস মিল মিলারদের নিকট থেকে বরাদ্ধকৃত ধান চাল ক্রয় করা হবে। আগামী ২৮ ফ্রেব্রয়ারী পর্ষন্ত বরাদ্ধকৃত ধান চাল সংগ্রহের কার্ষ্যক্রম চলবে। শনিবার সংগ্রহ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সহ খাদ্য গুদামের অন্নান্য কর্মকর্তাগন ।

১৯ নভেম্বর, ২০২০ at ১৯:৫৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএইচ/এমএআর