লালপুরে ডায়াবেটিক সেবা কেন্দ্রের উদ্বোধন

নাটোরের লালপুর উপজেলায় ডায়াবেটিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গোপালপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত থেকে উপজেলা পুকুরপাড় সংলগ্ন ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে দিনভর ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডায়াবেটিক সেবা কেন্দ্রর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কাজি আসিয়া জয়নুল বেনু, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন, অধ্যক্ষ বেলাল হোসেন, গোপালপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন রনজু, পদ্মাপ্রবাহের সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, সাবেক ব্যাংকার নূরুল ইসলাম, ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ফজলুর রহমান হেলাল।

ফ্রি চিকিৎসা সেবা প্রদানে সহযোগীতা করেন এসকেএফ, একমি, এ্যারস্টো ফার্মা, স্কয়ার, বেক্সিমকো ও এসিআই ফার্মার প্রতিনিধিগণ।অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করেন।

১৯ নভেম্বর, ২০২০ at ১৫:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএসটি/এমএআর