‘ভ্যানিশ মোড’ এখন ম্যাসেঞ্জারে

বার্তা পাঠানোর পর মুছে ফেলার সুযোগ আছে মেসেঞ্জারে। কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে নয়। তবে নতুন এক ফিচারের মধ্যে মেসেঞ্জার ব্যবহারকারীদের এমন সুযোগ করে দিল ফেসবুক।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, হোয়াটসঅ্যাপের পর মেসেঞ্জারেও ‘ভ্যানিশ মোড’ চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক।

সামাজিক যোগাযোগমাধ্যমটি বলছে, ভ্যানিশ মোডের সুবিধা পেতে প্রাপক ও প্রেরক উভয়কেই ফিচারটি চালু করতে হবে। এ মোড চালু থাকা অবস্থায় কেউ স্ক্রিনশট নিলেও তার নোটিফিকেশন পাওয়া যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে মেসেঞ্জারে ভ্যানিশ মোড চালু করেছে ফেসবুক। শিগগির ইনস্টাগ্রামেও ভ্যানিশ মোড চালু করবে বলে ঘোষণা দিয়েছে তারা।

তবে বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার এমন ফিচার আগে থেকেই স্ন্যাপচ্যাটে চালু আছে। এটি যদিও হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার থেকে কিছুটা আলাদা।

স্ন্যাপচ্যাটে ফিচারটি চালু করা হলে বার্তা প্রাপক তা চ্যাট অপশনে দেখতে পান। এরপর তিনি চ্যাট অপশন বন্ধ করে দিলে বার্তাটিও মুছে যাবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ওই বার্তা থেকে যায় সাতদিন। এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

১৭ নভেম্বর, ২০২০ at ১৫:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর