রাজশাহীতে সেনাবাহিনীর পোষাকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুইজন আটক

রাজশাহী নগরীতে সেনাবাহিনীর পোষাক পরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজশাহী মহানগরীর আলিফ লাম-মিম ভাটার মোড় থেকে তাদের গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আরাফাত ইসলাম রুষ্ট ও মোয়াজ্জেম হোসেন রাজু। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোষাক, নকল আইডি কার্ড, খেলনা পিস্তল, চাকু, ওয়াকিটকি ও রশি পাওয়া গেছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাত ১২ টার দিকে আলিফ লাম-মিম ভাটার কাছে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তারা স্বীকার করে দুজনই সেনাবাহিনীর সদস্য নন। পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো।

ওসি আরও জানান, গ্রেফতার দুইজন সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচির ছবি এডিট করে সেখানে নিজেদের ছবি বসিয়ে প্রতারণা করে আসছিল। এবিষয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

১৬ নভেম্বর, ২০২০ at ২০:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরআর/এমএআর