যশোরে স্বাস্থ্য সম্মত খেজুরের গুড় উৎপাদন ও সংরক্ষন বিষয়ক মাঠ দিবস

যশোরে স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুরের গুড় উৎপাদন, সংক্ষরন শীর্ষক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে যশোর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরা।

বাংলাদেশ সুগারক্রেপ গবেষনা ইনস্টিটিউট (বিএসআরআই) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় ঈশ্বরদী পাবনার বিএসআরআইয়ের মহাপরিচালক ড.আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল বাশার, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা, বিএসআরআইয়ের পরিচালক সমজিত কুমার পাল, যশোর হর্টিকালচারের উপপরিচালক বিনয় কুমার সাহা, যশোর কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, যশোর মৃত্তিকার সিএসও মোস্তাফিজুর রহমান, কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

সভায় আরো বক্তৃতা করেন যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি অ্যাডভোকেট বাহাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান।

১৫ নভেম্বর, ২০২০ at ২০:১০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএইচএম/এমএআর