মাধবদীতে কালীবাড়ি মন্দিরের সম্পদ রক্ষার্থে মানববন্ধন

নরসিংদীর মাধবদী কালীবাড়ি মন্দিরের দেবত্ব সম্পদ রক্ষার দাবীতে আজ ১৪ নভেম্বর মানববন্ধন করেছে এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজন। এসময় বক্তারা বলেন আমাদের এ মন্দির ৫শতাধিক বছরের পুরাতন। আমাদের মন্দিরের সম্পদ সময়ের ব্যবধানে চারপাশ দিয়ে দখল হয়ে গেছে।

আমরা চাই আমাদের সনাতন ধর্মের উপাসনার স্থান বিরামপুর কালীবাড়ি মন্দিরের যে সম্পদ অবৈধভাবে দখল হয়ে গেছে তা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করে মন্দিরের সম্পদ রক্ষা করা হউক।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিরামপুর কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সূত্রধর, দপ্তর সম্পাদক সহদেব সূত্রধর, সদস্য বিজয় দাস, কাশিনাথ সূত্রধর, সাধন সূএধর, নৃপেন্দ্র সূত্রধর, টগর সূত্রধর, জগদীশ সূত্রধর, রতন সূত্রধর, অজয় দাস, টুটন দেবনাথ, অজিত সূত্রধর, শেফাল সূত্রধর, উজ্জল সূত্রধর, কৃষ্ণ সূত্রধর, সুমন পাল, দুলাল সূত্রধর, শয়ন কর্মকার, তপন সূত্রধর, রনি সূত্রধর, লিটন সূত্রধর,রকি চন্দ্র দত্ত প্রমুখ।

১৪ নভেম্বর, ২০২০ at ১৫:০৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসপি/এমএআর