বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের উদ্দেশে রওনা দেন সাকিব।

আরও পড়ুন:
শার্শায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীসহ নিহত দুই
আমাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত: সিইসি
আলাস্কায় জয়ী ট্রাম্প

সড়ক পথের এ সফরটি ব্যক্তিগত বলে জানা গেছে।

ভারতে যাওয়ার পূর্বে সাকিব আল হাসান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন৷ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর সরাসরি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতের রওনা দেন৷ এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও ক্রিকেট ভক্তরা উপস্থিত থাকলেও তিনি তাদের সাথে কোনো কথা বলেননি৷

১২ নভেম্বর, ২০২০ at ১৬:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমও/আরএইচ