আলাস্কায় জয়ী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

আলাস্কায় ইলেকটোরাল কলেজ তিনটি। এ অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট বেড়ে হলো ২১৭।

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিতের আগেই পর দিন নিজেকে জয়ী ঘোষণা করেন ট্রাম্প।

চার দিন পর ৭ নভেম্বর পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিনসহ অন্য অঙ্গরাজ্যে ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করায় দেশটির সংবাদমাধ্যম ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করে।

বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি না দিয়ে ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করেন ট্রাম্প। জর্জিয়া, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানে এই অভিযোগে মামলা করেন তিনি। ৫ নভেম্বর জর্জিয়া ও মিশিগানের আদালত ট্রাম্পের মামলা খারিজ করে।

৯ নভেম্বর আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ট্রাম্পের মিত্ররা। ওই সময় হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারলেই ম্যাকন্যানি বলেন, ‘নির্বাচন শেষ হয়ে যায়নি। শেষ হতে অনেক দেরি।’

এদিকে ওই দিনই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী দল হিসেবে ডেমোক্র্যাটিক পার্টিকে স্বীকৃতি দিতে দেরি করায় ফেডারেল সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) বিরুদ্ধে মামলা করার কথা বলে জো বাইডেনের অন্তর্বর্তী দল।

১২ নভেম্বর, ২০২০ at ১২:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কাক/এমএআর