কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনায় ক্ষতিগ্রস্থ্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে উন্নত জাতের তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বায়ারের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষক সভা ও মাঠ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীধ মোঃ মহসীন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন ও বায়ারের বিডিএম বীজ চন্দন কুমার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বায়ারের ট্রেটোরি অফিসার কৃষিবীধ জিএম মাসুদুর রহমান।

উপজেলার ১৫৭ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ শ’কেজি উচ্চ ফলনশীল জাতের তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়।