বেনা‌পো‌লে দেড় কোটি টাকার চন্দন কাঠসহ গা‌ড়ি আটক

শার্শার নাভারন থে‌কে ১০৪০ কে‌জি ভারতীয় চন্দন কাঠ সহ এক‌টি কাভার্ডভ্যান আটক ক‌রে‌ছে বর্ডারগার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি) সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় চন্দন কা‌ঠের এ চালান‌টি আটক করা হয়।

‌বেনা‌পোল কোম্পা‌নি কমান্ডার না‌য়েক সু‌বেদার শ‌হিদুল ইসলাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার নাভারন সাতক্ষীরা মোড় থে‌কে চন্দন কা‌ঠের এ চালান সহ বহনকারী এক‌টি কাভার্ডভ্যান আটক করা হয়।

আটকৃত চন্দন কা‌ঠের আনুমানিক মূল্য এক কো‌টি ৫৬ লাখ টাকা। ত‌বে বি‌জি‌বির উপ‌স্থি‌তি বুঝ‌তে পে‌রে গা‌ড়ির চালক পা‌লি‌য়ে যায়। উদ্ধারকৃত কাভার্ডভ্যান এর নং ঢাকা মে‌ট্রো-১৪-০৫৭৩।

‌রি‌পোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত চন্দন কা‌ঠের চালান‌টি কাস্টমস হাউ‌জে জমা করা হয়‌নি।।

১০ নভেম্বর, ২০২০ at ২২:৩৩৪০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএআর/এমএআর