কেশবপুরে ৭০ জন খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের ৭০ জন খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সোমবার দিনব্যাপী ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর আওতায় এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের কেনার হাটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসন মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, এলজিএসপি-৩ যশোর জেলা ফ্যাসালিটেটর আব্দুল হালিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউনিয় পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, সাতবাড়িয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান সামসুদ্দীন দফাদার, ইউপি সচিব প্রভাত কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠানে ভেজালমুক্ত গুড় উৎপাদরে ৭০ জন খেজুর গাছিদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসন মোঃ তমিজুল ইসলাম খান।

০৯ নভেম্বর, ২০২০ at ২১:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/আরএইচ