গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেনা ইবি

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেনা ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি)। আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চত করেছেন।
আরও পড়ুন:
চৌগাছায় পিকুল নামের এক কৃষককে কুপিয়ে হত্যা
অবশেষে এসআই আকবর গ্রেফতার
ঠাকুরগাঁয়ে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছীরা

রেজিস্টার জানান, বাংলা বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোর সভাপতি ও ভর্তি পরীক্ষা কমিটির অন্যন্য সদস্যরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার বিপক্ষে মত দেন। পাশাপাশি আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেয়ার মতামত ব্যক্ত করেন। তাদের মতামতের ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অংশ গ্রহন না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ৩৪টি বিভাগের সভাপতি, ৮টি অনুষদের ডীন, ৮টি হলের প্রভোস্টসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

০৯ নভেম্বর, ২০২০ at ১৯:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএইচ