রাজাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্ম বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
আরও পড়ুন:
ইবি সাংবাদিক সমিতির সভাপতি জীবন, সম্পাদক রানা
শিবগঞ্জে পৃথক পৃথক ঘটনায় ৩ গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শিবগঞ্জের পন্নাতপুরে জুম্মার নামাজ শেষে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাফি

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ এইচ এম খাইরুল আলম সরফরাজ। উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান মোল্লা (অবঃ), রাজাপুর পাইলটউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান তালুকদার প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা অ্যাড. এ এইচ এম খাইরুল আলম সরফরাজ বলেন, বর্তমানে ক্রিকেট সারা বিশ্বের একটি জনপ্রিয় খেলা। যার মাধ্যমে আমাদের দেশকেও প্রতিনিধিত্ব করছে অনেকে।

তিনি ক্রিকেটারদের কঠোর পরিশ্রম কওে ফর্ম ধরে রাখার পাশাপাশি নৈতিকতার চর্চা এবং সঠিকভাবে পড়ালেখা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। উদ্বোধনের পর অতিথিরা দুই দলের খেলোয়াড়।

০৭ নভেম্বর, ২০২০ at ১৬:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএইচ