দেশে দুই মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ১০ সেপ্টেম্বর। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তর ১ হাজার ৮৯২ জন শনাক্তের খবর দিয়েছিল।

নতুন আঠারোশো ছাড়ানো শনাক্ত নিয়ে সরকারি হিসেবে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬ জন।

এর মধ্যে নতুন ১৭ জনসহ মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২১ জনে। ১ হাজার ৮৯১ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৩৩ হাজার ৫৩৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

০৪ নভেম্বর, ২০২০ at ১৯:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর