ওহিও এবং আইওয়াতে জিতে ব্যবধান কমালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিভিন্ন রাজ্য থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথে প্রতিদ্বন্দ্বী বাইডেনের সঙ্গে ব্যবধান কমে আসছে ট্রাম্পের। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ৭৮ ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন ট্রাম্প।

গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৪৫টি ইলেকটোরাল ভোট। তবে বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প।

বিশেষ করে টেক্সাস, ফ্লোরিডা, জার্জিয়া, পেনসিলভানিয়া, ওহিও, নর্থ ক্যারোলিনার মতো রাজ্যে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। ফলে সার্বিক ফলাফলে তাঁর জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। টেক্সাসে ইলেকটোরাল ভোট আছে ৩৮টি, ফ্লোরিডায় ২৯টি, জর্জিয়ায় ১৬টি, পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি, মিশিগানে ১৬টি, উইসকনসিনে ১০টি। এসব রাজ্যগুলোর সবকটিতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে।

জো বাইডেন এগিয়ে রয়েছেন এরিজোনা, আইওয়া, মিনিসোটা ও মেইন রাজ্যে। এগুলোর মধ্যে এরিজোনায় ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি, আইওয়াতে ৬টি, মিনিসোটাতে ১০টি এবং মেইনে ৪টি। এই রাজ্যগুলোর সবকটিতে জয় পেলেও বাইডেনের ঝুলিতে জমা পড়বে ২৪০ ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।

এদিকে ইলেকটোরাল ভোটে পিছিয়ে থাকলেও পপুলার ভোট এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ২৯৮টি ভোট। এদিকে, বাইডেনকে ভোট দিয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮১ হাজার ১৭৩ জন ভোটার।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে একসঙ্গে ভোট হলেও মূলত সবার নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। নির্বাচনী ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসব অঙ্গরাজ্য।

এ বছর আটটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

০৪ নভেম্বর, ২০২০ at ১১:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/কাক/এমএআর