উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মাহমুদা বেগম

ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এর নির্বাচনী প্রচারণায় উত্তর খানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাহমুদা বেগম এক পথসভা করেন।

আজ সোমবার (২ নভেম্বর) উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নাসিমা ফেরদৌসি, সাবেক এম পি যুগ্ম সাধারন সম্পাদক সোহেলী পারভীন রানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলীমা আকতার লিলি, সম্পাদক দিলারা জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বেবী বড়ুয়া, মেহেজেবীন আলি, ফেরদৌসি খানম লিলি এবং উত্তর খান এলাকার আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও থানার মহিলা আওয়ামীলীগ এর সভাপতি সাধারন সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দরা।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মাহমুদা বেগম। তিনি বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রীর মনোনীত ব্যাক্তি হাবীব হাসাকে সকলে ভোট দিয়ে নির্বাচিত করতে আমাদের মেয়েরা দিনরাত কাজ করে যাচ্ছেন, সে সাথে দেশের উন্নয়ন কে আরো জাগ্রত করতে এবং দেশকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।’

তিনি আরও বলেন, ‘আজ দেশে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যতো উন্নয়ন হয়েছে সব এ সরকারের আমলেই হয়েছে, সেসাথে বাবার নামের পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করে নারীদের সম্মানীত করেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজ আমরা এগিয়ে যেতে পারছি, কারণ আমাদের একজন শক্ত শক্তিমান গার্ডিয়ান আছে। আর যারা নৌকার বিপক্ষে প্রতিযোগিতায় নেমেছে তারাতো এতিম, তাদের কোন অভিভাবক নাই। আর অভিভাবকহীন নেতা দিয়ে আর যাই হোক উন্নয়ন করা সম্ভব নয়। তাই সকলে ভোট দিবেন অভিভাবক দেখে। সবাই ঘরে ঘরে গিয়ে মা বোনদের সচেতন করবেন। সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা ভোটাদের সামনে তুলে ধরবেন। ভোটারদের বুঝাবেন নৌকার জয়, দেশ ও জনগণসহ সকলের জয়।’

০২ নভেম্বর, ২০২০ at ২২:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমএআর