জয়পুরহাটে শারদ উপহার হিসেবে অনুদানের চেক বিতরণ

শারদীয় দূর্গোৎসব ২০২০ উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদ উপহার হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে জেলা প্রশাসন এর সম্মেলণ কক্ষে জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু চেকসমুহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দনাথ মন্ডল পিপি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড. নন্দকিেেশার আগারওয়ালা, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সমাজসেবক নন্দলাল পার্শী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জয়পুরহাটের এডি সাইফুল ইসলাম’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাটের ৩৭টি মন্দিরে ৩ হাজার টাকা মূল্যের চেক ও পৃথকভাবে মন্দির সংস্কার এর জন্য চেক হ¯তান্তর করা হয়।

০২ নভেম্বর, ২০২০ at ১৯:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএইচ/এমএআর