প্রবাসী আয়ে বিশ্বে অষ্টম বাংলাদেশ: বিশ্ব ব্যাংক

রেমিট্যান্স পাওয়ার হিসাবে বাংলাদেশের অবস্থান উন্নতির দিকে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে পৃথিবীতে অষ্টম অবস্থানে থাকবে ঢাকা। ‘কভিড-১৯ ক্রাইসিস থ্র অ্যা মাইগ্রেশন লেন্স’ শিরোনামের এই প্রতিবেদনটি ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মহামারীর ধাক্কা সামলে দক্ষিণ এশিয়ার দুটি দেশের রেমিট্যান্স প্রবাহ উন্নতির দিকে রয়েছে।

বিশ্ব ব্যাংক বলছে, বাংলাদেশ এ বছর আট শতাংশ বেশি রেমিট্যান্স পাবে। রেমিট্যান্স প্রবাহের সার্বিক হিসাব দাঁড়াবে ২০ বিলিয়ন ডলারে। গত বছরের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী বেশি রেমিট্যান্স আসা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল নবম।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করায় রেমিট্যান্স প্রবাহের বিষয়টি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল চ্যানেল থেকে বাছাই করা হবে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানের রেমিট্যান্স বেড়েছে। ৯ শতাংশ বেড়ে দেশটি ষষ্ঠ অবস্থানে থাকবে।

সার্বিক রেমিট্যান্স প্রবাহের দিক থেকে তালিকায় শীর্ষে থাকবে ভারত, যদিও গত বছরের তুলনায় তাদের প্রবাহ কমেছে ৯ শতাংশ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় দক্ষিণ এশিয়া ৪ শতাংশ রেমিট্যান্স হারাবে। গোটা পৃথিবীতে কমবে ১৪ শতাংশ।

৩০ অক্টোবার, ২০২০ at ১৪:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর