প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে তারিক

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজী প্রথমবারের মতো অনুশীলন করলেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে জানালেন মূল স্কোয়াডে ঠাঁই করে নেওয়াই এখন লক্ষ্য তার।

১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে গত শনিবার শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। তারিক ফিনল্যান্ড থেকে ঢাকা আসেন মঙ্গলবার। দুই দিন কোয়ারেন্টাইনে থাকার পর বৃহস্পতিবার যোগ দেন অনুশীলনে।

লাল-সবুজের জার্সিতে প্রথম দিনের অভিজ্ঞতার কথা এভাবে বললেন তারিক, ‘অবশ্যই এটা স্বপ্ন পূরণের মতো। মূল লক্ষ্য বাংলাদেশ দলের হয়ে খেলা। আমি ভালো অনুভব করছি। দুই দিন আগে বাংলাদেশে এসেছি। আজকের অনুশীলনে সতীর্থদের সংস্পর্শে এলাম। সতীর্থদের সম্পর্কে জানতে পারা ভালো আমার জন্য।’

বাংলাদেশের ফুটবলের সঙ্গে অবশ্য আগেই পরিচয় হয়েছে তারিকের। করোনার কারণে গত মৌসুম বাতিল হওয়ার আগে দুটি ম্যাচ খেলেছিলেন বসুন্ধরার জার্সিতে। মূল স্কোয়াডে ঠাঁই পাওয়া প্রসঙ্গে ২০ বছর বয়সী বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’

২৯ অক্টোবার, ২০২০ at ২৩:২৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর