জয়পুরহাটে উন্নয়ন প্রকল্পে স্থাপিত এমপি’র নাম ফলক ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ-বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুর নামে শ্বেত পাথর দিয়ে খোদায় করা নাম ফলক ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে তৃতীয় পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। এদিকে এমপি’র নাম ফলক ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহুর্তে ই ভাইরাল হয়ে যায়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সুধী সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, সকালে স্কুলে এসে বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত করি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি আব্দুর রহমান বলেন, এমপি’র নাম ফলক যেই ভাঙচুর করুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ জানান, এ বিষয়ে আমি অবগত নই।

২৮ অক্টোবার, ২০২০ at ২০:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এবিএস/এমএএস