তাহিরপুর সীমান্তে কয়লা বাহী নৌকা সহ মদের চালান জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে এলাকা থেকে কয়লা বাহী বারকী নৌকা সহ ভারতীয় মদের চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপির টহল দল সোমবার (২৬ অক্টোবর) সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট ১০০ গজ বাংলাদেশের বিতর।তাহিরপুর উপজেলার বাদাঘাট (উত্তর) বড়দল ইউনিয়নের সীমান্ত যাদুকাটা নদী হতে ৫,শত কেজি ভারতীয় কয়লাসহ বারকী নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।যার আনুমানিক সিজার মূল্য ৫৬,হাজার ৫,শত টাকা।

অপরদিকে,বিরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৩/৭-এস এর নিকট আনুমানিক ১,শত ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের (সুন্দরবন) নামক এলাকায় ১২ বোতল ভারতীয় মদ আটক করে।যার মূল্য ১৮,হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত কয়লা বাহী নৌকা ও ভারতীয় মদের চালান জব্দ করার পর সুনামগঞ্জ নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

২৬ অক্টোবার, ২০২০ at ২২:০০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএইচএম/এমএআর