কোটচাঁদপুরে নারী নেত্রী হ্যাপীর পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য ও বকুল সিটি পার্কের চেয়ারম্যান এবং উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামীম আরা হ্যাপী। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় ২’শ মোটরসাইকেল শোডাউন নিয়ে দোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় হ্যাপী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হচ্ছে। এই উৎসবে সরকারের পাশাপাশি তিনি নিজ অর্থায়নে প্রতিটি মন্ডপে ১০ হাজার টাকার চেক তুলে দেন দূর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবেন্দের হাতে। মতবিনিময় সভায় তিনি আসন্ন ইউপি নির্বাচনে দোড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ শিল্পপতি মহাসিন আলী বকুলসহ দোড়া ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

২৫ অক্টোবার, ২০২০ at ২০:১৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমআর/এমএএস