আদালতের কথা অমান্য করে জমি দখল

ঠাকুরগাঁওয়ে আদালতের মামলা অমান্য করে একাধিক ব্যক্তিসহ জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হাসান আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে। এ ছাড়াও তাদের চোরের অভিযোগে অতিষ্ঠিত এলাকাবাসীর থানায় একাধিক অভিযোগ রয়েছে।

জানা যায়, আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব কাজিফার্ম কচুবাড়ি গ্রামের পিতা সামাদ আলি ছেলে মোস্তাফিজুর রহমান (লিটান) ওই এলাকার হাসান আলী পিতার কাছ থেকে আবাদি জমি ক্রয়ের মাধ্যমে ভোগ দখল করে আসছিল।

হঠাৎ করে আমি বাসায় না থাকায় আমার আবাদি জমির মধ্যে একশত গাছ লাগাই। হাসান আলীর দুই ছেলে আলমগীর (৩০) ও জাহাঙ্গীর (৩৫) এবং মলিনা (৪৫) সহ একশত গাছ নষ্ট করে ফেলে। আমি বলতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় তাই আমি কিছুই বলতে পারি নাই। কিন্তু আমার জমির মধ্যে ঘর নির্মাণ করে ফেলে।

এ বিষয়ে আউলিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে এই ঘটনাটা আমি শুনেছি, এখনো কেউ ইউনিয়ন পরিষদে অভিযোগ করেননি অভিযোগ করলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

২৫ অক্টোবার, ২০২০ at ১৬:০৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএ/এমএএস